অমলেন্দু বিশ্বাস
                অমলেন্দু বিশ্বাস ১৯৫৯ সালের ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গের সালকিয়াতে জন্মগ্রহণ করেন। প্রথমে ঠাকুরনগর হাইস্কুল ও পরে হাবড়ার শ্রীচৈতন্য কলেজ অফ কমার্স থেকে লেখাপড়া সম্পন্ন করেন। এরপর ১৯৯১ সালে কেন্দ্রীয় সরকারের অধীন পরমাণু শক্তি বিভাগের অধীন ক্রয় বিভাগ (কলকাতা) চাকুরী করেছেন। বর্তমানে তিনি অবসর প্রাপ্ত জীবন যাপন করছেন। সুদীর্ঘ ৪০ বছর অতিক্রান্ত কবিতাচর্চায় নিরলস নিমগ্ন থেকেও 'নৌকো' পত্রিকা সম্পাদনা করেছেন। মূলত আশির দর্শকের অন্যতন প্রধান কবি হলেও মাঝে মাঝে কিছু কবি ও কবিতা বিষয়ক গদ্যও লিখেছেন স্বকীয় প্রক্ষেপনে। ঈষৎ অন্তরালবর্তী হয়েও যেমন তার কবিতায় নিজস্ব শৈলী, ভাবনা, দর্শন উপস্থাপন করেছেন ঠিক এমন তার গদ্যশৈলীতে সাবলীল স্বকীয় ভাবনা সবিশেষ সপ্রশংস দাবী রাখে। দু'বাংলার প্রধান শরীর লিটল ম্যাগাজিনে তার লেখা নিরন্তর প্রকাশ হয়ে চলেছে। ইতোমধ্যে তিনি কবি দ্বিজেন্দ্রলাল রায় স্মারক সম্মান, বাবসাহেব আম্বেদকর স্মারক সম্মান, কবি বিনয় মজুমদার স্মারক সম্মান, উত্তরবঙ্গ নাট্য জগত স্মারক সম্মানে ভূষিত হয়েছেন।