
চেতনা-মগ্ন কবি তৈমুর খান
যে হৃদাকাশে নবীন মেঘের আনাগোনা এত নক্ষত্রের জরি চুমকি সরল বিষুব আবার অনিবার্য উল্কার দাপট সে আকাশে কবিতার বসত অবসম্ভাবি । স্নিগ্ধ হাওয়ার সরল দিগন্ত ভেসে উঠল চেতনা-মগ্ন জলের ছায়ায়।পাহাড়ের ঝর্ণা কিংবা শিশিরের কয়েকটি দানা হয়ে অনায়াসে অন্তর-মর্মে শুনিয়ে যায় অমলভোরের ভৈরবী তান। নিজস্ব অতলের আশ্চর্য শৈল্পিক স্রোত সাড়া জাগায় পাঠক হৃদয়ে ! বিশিষ্ট কবি…