স্মৃতিতে অগ্রহায়ন ও জয় কাকা
অগ্রহায়ণের সকালে একটা ঘ্রাণ এসে নাকে লাগে। পরিচিত মিষ্টি একটা ঘ্রাণ। ওটা আসে জয় কাকার বাড়ি থেকে। মনে হয়, পুরো শৈশব চিত্রময় আবহ নিয়ে পা’য়ে পা’য়ে হেঁটে আসে শহরের একটা ছোট্ট কুটিরে। আমার অনুভবে। সত্যি বলছি শীতকাল আসলেই জয় কাকার কথা মনে পড়ে। খুব মনে পড়ে! আমার স্মৃতি থেকে প্রতিবেশী জয় কাকার স্মৃতি মুছে দিলে…
