আমৃত্যু সংগ্রামী যোদ্ধা শহীদ সেরনিয়াবাত
বরিশালের বীর মুক্তিযোদ্ধা শহীদ সেরনিয়াবাতকে আমরা কেউ বা স্মরণে রেখেছি, কেউ বা ভুলে গেছি। তার ডাকনাম ছিলো ঝিলু। তিনি পেশায় ছিলেন আইনজীবী, শিক্ষক ও সাংবাদিক। ১৯৪০ সালের ২৬ মার্চ বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী মিয়া বাড়িতে (নানাবাড়িতে) জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল হাই সেরনিয়াবাত, মায়ের নাম সেতারা বেগম। তার পৈত্রিক গ্রামের বাড়ি আগৈলঝাড়ার সেরাল। সেরাল…