সিদ্ধার্থ সিংহের ৩৪৪ তম বই প্রকাশিত হল
অনন্ত কাশ্যপ, কলকাতা বিদ্যাসাগর টাওয়ারের দে’জ পাবলিশিংয়ের নতুন বিপনি কাম প্রেক্ষাগৃহে মহাসামারহে প্রকাশিত হল সিদ্ধার্থ সিংহের ৩৪৪ তম বই। এর আগে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, ছড়া, শিশুতোষ গ্রন্থ এবং বিষয়ভিত্তিক ৩৪৩টি বই বেরোলেও এই বইটি বাকি সব বই থেকে আলাদা। এ বছরের ১৩ জানুয়ারি একটি বহুল প্রচারিত দৈনিক খবরের কাগজের রিপোর্টার হয়ে লেখক গিয়েছিলেন…