একখান দ্যাশের বাড়ি আছিল!
শ্রদ্ধেয় ভায়োলেটদি, সুদূর নরওয়েতে বসে আমাকে স্বাধীনতা দিবসের উপর লেখা পাঠাতে বলেছ। কি লিখবো বলতো? মাথায় যে কিছুই আসে না। বাংলাদেশ হবার পরে আমার জন্ম। জ্ঞান হবার পর থেকেই ঠাকুমা, বাবা, জ্যাঠামশাই, পিসিমাদের মুখে শুনে এসেছি দ্যাশে আমাগো একখান বাড়ি আছিল। বাবাকে জিজ্ঞাসা করতাম আমাগো দ্যাশটা কই? বাবা বলতেন, মানচিত্রে যে বাংলাদেশ দেখতে পাও ওটাই…