স্মরণিকা
তোমার কথা বার বার মনে পড়ে ঊর্মি, এলোমেলো জীবনে প্রবল শক্তি নিয়ে আচমকা ঝাঁপিয়ে পড়েছিলে… মুহূর্তে পায়ের নিচে মাটি হারিয়ে নোনাজল, বালির স্বাদ আর গতিময় আনন্দে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখে গেলে। সাগরের গভীরতায় বেহুঁশ প্রাণ, সাক্ষী ছিল কিছু ঝিনুক আর জলের দাগ। আধচেতনায় কানে আসছিল অতলান্ত সাগরের কথা, তপ্ত বালু ফিরিয়ে আনে নিজ জগতে, তখন তুমি…