মণিজিঞ্জির সান্যাল
মণিজিঞ্জির সান্যালের জন্ম ১৩ মে (বৈশাখের ২৯), দার্জিলিং জেলার শিলিগুড়িতে। বাংলা সাহিত্যে স্নাতকত্তোর। আশৈশব উত্তরবঙ্গের অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য্যের মধ্যে বেড়ে ওঠা আদ্যন্ত প্রকৃতিপ্রেমি এই কলমচির লেখালেখি শুরু শৈশব থেকেই। নির্জনপ্রিয়তাকে সঙ্গী করে তিনি উপভোগ করেন শিশু, পাখি এবং গাছের সাহচর্য্য। দেশ, সানন্দা, আনন্দবাজার, শিলাদিত্য, নবকল্লোল, শুকতারা, কিশোর ভারতী ইত্যাদি প্রথম সারির পত্রিকার নিয়মিত লেখিকা। নিজের দেশ ছাড়াও কানাডা, নিউইয়র্ক, কুয়েত, বাংলাদেশ, নরওয়ে প্রভৃতি আন্তর্জাতিক স্তরের সাহিত্য চর্চায় সাবলীল এই সাহিত্যিকের অবসর কাটে রবীন্দ্র সঙ্গীতের মূর্ছনায়। মানবমনের বিভিন্ন বাঁক, চারপাশের জগৎ , প্রাত্যহিক জীবনের সুখ-দুঃখের গৌড়মল্লার নিয়েই সহজিয়া ভাষার ব্যঞ্জনায় তাঁর মসি চালনা। বহুমাত্রিক প্রতিভাসম্পন্ন লেখিকার অন্য একটি পরিচয়, তিনি ধ্রুপদী নৃত্য প্রভাকর খেতাব অধিকারী। বিশ্বাস রাখেন বুদ্ধের শান্তির বাণী এবং হিংসামুক্ত ভালোবাসা ভরা স্বপ্নের পৃথিবী গড়ার।