কবি নজরুল এবং দৌলতপুরের নার্গিস
সৈয়দা খাতুনের জন্ম বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর থানার দৌলতপুর গ্রামের মুনশি পরিবারে ২৮ ভাদ্র ১৩১১ (১৯০৪ খ্রি.) বঙ্গাব্দে। তবে এ তারিখ নিয়ে মতানৈক্য রয়েছে। মতানৈক্য রয়েছে তাঁর পারিবারিক নাম নিয়ে–কেউ লিখেছেন সৈয়দা খাতুন আবার কেউ লিখেছেন সৈয়দা আসার খাতুন । শেষ বয়সে সৈয়দা খাতুন পরিচিতি পান সৈয়দা নার্গিস আসার বেগম বিদ্যাবিনোদিনী নামে। সৈয়দা খাতুন যদি…