নাজমুস সামস’র পাখি সিরিজ
বাংলাদেশের পাখি ও প্রকৃতি দুটোই বিপন্নপ্রায়। আর সে যদি হয় পাখি তবেতো কথাই নাই। চোরাশিকারীরা প্রতিদিন হাজার হাজার পাখি মারছে। রাষ্ট্রযন্ত্র নির্বিকার। আমাদের সবাই নিরব। এ ভাবনা থেকেই পাখি সিরিজ লেখা। পাখিরা বেঁচে থাক আমাদের সংগীত হয়ে … ঘুঘু আকাশে উড়তে উড়তে বলে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি। তাই প্রতিনিয়ত বাড়ছে পাখিটির সংখ্যা। আমরা…