রথীন কর
বিশিষ্ট কবি প্রাবন্ধিক রথীন কর পেশাগত জীবন শুরু করেন অর্থনীতির অধ্যাপক হিসেবে। পরবর্তীকালে ইন্ডিয়ান আডমিনিস্ট্রেটিট সার্ভিসের সদস্য হিসেবে কর্মরত ছিলেন। 'কলম্বো প্লান' বৃত্তি নিয়ে ইংলান্ডের বার্মিঙহাম বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যয়ন ও প্রশিক্ষণ।
রথীন করের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯৭৬ সালে। 'শ্রেষ্ঠ কবিতা' সহ এ পর্যন্ত তাঁর ১৪টি কাব্যগ্রন্থ ও দুটি প্রবন্ধ সংকলন প্রকাশিত হয়েছে। যাপিত জীবনের বিচিত্র অভিজ্ঞতায় ঋদ্ধ মননশীল এই কবি নিজেকে উন্নীত করেছেন গভীর উপলব্ধির কেন্দ্রবিন্দুতে। তার কবিতায় মেধাজারিত উচ্চারণে ধ্বনিত হয় প্রেমের অতীন্দ্রিয় অনুভূতি, বিরহ ও বিষাদযন্ত্রণা, এই অপুষ্পক সময়ের পাতাঝরা বেদনা এবং স্বদেশ ও সমাজ চেতনা। আবেগের আতিশয্য চিৎকৃত উপস্থাপনা বর্জিত সেসব কথা। শব্দবন্ধের স্বকীয়তা, ছন্দনৈপুণ্য, বিষয়বিভিন্নতা এবং হৃদয়স্পর্শী আন্তরিকতায় উজ্জ্বল তার কবিতার মনন ও শরীর। তার প্রবন্ধের অবয়ব বিশ্লেষণ ভিত্তিক ও তথ্যবহুল নিবিড় অনুশীলন ও পর্যবেক্ষণসম্পৃক্ত।
রথীন কর বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে দেশের ও রাজ্যের প্রতিনিধিত্ব করেছেন। বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় অভিষিক্ত হয়েছেন।