
রেসকোর্সের বিকেল থেকে ১৫ই আগস্টের ভোর: এক জাতির জাগরণ ও অমোচনীয় শোক
১৫ই আগস্টের ভোরে ধানমন্ডির ৩২ নম্বরের আকাশে যখন নেমে এলো নিস্তব্ধতা আর গুলির শব্দ, তখন হয়তো অনেকে মনে মনে ফিরে গিয়েছিলেন চার বছর আগের আরেক বিকেলে— ৭ই মার্চ ১৯৭১। সেদিন সেই একই মানুষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাখো মানুষের সামনে দাঁড়িয়ে যে আগুন জ্বালিয়েছিলেন, তা পুরো জাতিকে ঠেলে দিয়েছিল মুক্তির যুদ্ধে। ইতিহাসে এমন বৈপরীত্য বিরল—…