দু’একটা সত্যি কথা
কালো প্রজাপতিটা লাল টুকটুকে ফুলে ডানা ঝাপটায়… ডানা ঝাপটায়… তারপর ফুলটা প্রজাপতি… না! …প্রজাপতিটাই ফুল হয়ে যায়। কবিতাকে খুব যে আদর করতে হয়, এতো যে আদর করতে হয় কবিতাকে সেটা জেনেই মেঘেরা বৃষ্টি হয়ে ঝরে ময়ূর পেখম তোলে। ঘুমের ভিতরও একটা মন বেঁচে থাকে রঙিন-রঙিন স্বপ্নের জাল বোনার জন্য। কৃষ্ণসায়রের তীরে সেই যে তিতিরটা এক…