সময়ের শব্দ
রোজ মনে হয় এই দুঃস্হ দিন কেটে যাবে বৃষ্টি হলে
তোমার কাছে যাওয়ার সমস্ত পথ বন্ধ পুরানো পাথরের মতন পথের
এতো কালো মেখেছো দুহাতে? কতো কাল ধরে? তোমাকে ভেবেছি তোমার
আজ সেই পূর্ণিমা গঙ্গায় ডুবে যাবে ব্যর্থ চাঁদ প্রেমিকের সমস্ত