গোধূলিসন্ধির নৃত্যে

অনেক কথা তো বলেছো একদিন
শেষে নির্বাক থেকে ছেড়ে গেলে
তোমার হুঙ্কারে কেঁপেছে ব্রিটিশ
ভরেছে বারেবারে তাদের জেলে

জাত-বজ্জাতির ধরেছো টুটি টিপে
সকলেরে দিলে সাধু বরাভয়
তোমার চোখেতে জগৎ দেখেছি
দেখেছি জগতেরে বাংলাময়

দেশকাল ছেড়ে উঠেছো অসীমে
বিশ্ব জাহানে যে নিপীড়িতের
স্বজন হয়েছিলে, উঠেছিল ধ্বনি
তোমার তরবারে জাগা সম্বিতের

দুর্গম ওই গিরি সংকটে
দিয়েছিলে তুমি হাইদরী হাঁক
জাগাদেরই তো বলবার কথা
কিন্তু তারা গিলে আছে পচা পাঁক

বিলকিস আজ কাঁদে নির্জনে
কাঁপে থরোথরো ওরা সম্বছর
ফুলমালা নিয়ে নাচে দুর্জনে
আমরা তখন লাজে জর্জর

উৎপীড়িতের ক্রন্দনরোল
জাগায় না প্রাণে সেই আগুন
তুমি কি আসবে প্রিয়তম কবি
জ্যান্ত কবরে ফোটাতে ফাগুন?

এসো এসো তুমি, এসো হে বহ্নি
শোক-তাপ-ভয় করো গো হরণ
নির্বীজ হয়ে সমাহিত সব
ইতিহাস হবার ভয়ে প্রতিক্ষণ!

জানি না বন্ধু, এই দ্বেষাচারে
কে যে কখন ছবি হয়ে যায়
তবু অনন্তে জাগালে সাহস
সংকটের এ আবর্ত মোহনায়!

এসো এসো তুমি, এসো হে বহ্নি
তোমাকে দেখি আজ গোধুলিসন্ধির নৃত্যে!
হানো বাজ হানো সাপে ব্যাঙে চুমু খাওয়া
নপুংসকের পরাবৃত্তে।

=০=

 

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!