অজগরের তেড়ে আসা
আমটি পেড়ে খাওয়া
চেঁচিয়ে সব একসাথে সেই
নামতা সুরে গাওয়া
মাথায় হিজাব বুকে ধরা বই
বাইরে আসার ধুম
তোমার সঙ্গে প্রথম আলাপ
রোকেয়া খাতুন…
ঘরেও তুমি পথেও তুমি
সাথে ক’জন মেয়ে
দান নয় শুধু বিদ্যা সাগরে
সবাইকে সাথে চেয়ে
মেয়েরা আসুক বাইরের কাজে
সবাই দাও তা’বুন
তোমার সঙ্গে লড়াইয়ে আলাপ
বেগম রোকেয়া খাতুন…
পুরুষ নারী হাত ধরাধরি
চলব জীবন পথে
সঠিক সমাজ গড়তে তফাৎ
ঘুচবে মনোরথের
জীবনের গান হোক না মধুর
সাথে তিনি রয়েছেন
পদ্মরাগের ছন্দে রোকেয়া
শাখাওয়াত হোসেন…