সাদা বেনারসির জোড়
কপালে চন্দন রেখা
পাট করা চাদর
গোড়ের মালা.
শুভ্র বেশ শুভ্র কেশ
মানিয়েছে বেশ
ঘুমিয়ে রয়েছেন চিরচঞ্চল
আশির তরুণ অক্লান্ত বাউল।
‘দরজা খুলুন খুলে দিন দরজা
আমরা দেখতে চাই’
উন্মাদ উদ্রাব পরুষ কন্ঠে
জনগর্জনে
ডুবে যায় মন্দ্র
পবিত্র যন্ত্রণা
কপিল গুহার অন্ধকারে
হারিয়ে যায়
নান্দনিক মনন
আমাদের ক্ষীয়মাণ মানসে
সুন্দরের গান বিকৃত নট্মল্লারে
তবু তো বেঁচে আছি
অসহ চোখের অসীম হতাশায়
আমরা খুঁজে ফিরি উজ্জ্বল
সূর্যমুখী সকাল
দাসত্বের সুবিশাল অরণ্যে।
সব কোলাহল স্তব্ধ হয়ে গেলে
কীসের দীক্ষায় রেখে গেলে আমাদের?
এখনো অচিহ্ন যুবক অক্লান্ত হেঁটে
সজীব ভাবনা খুঁটে আনে তোমার দুয়ার থেকে
বাইশে শ্রাবণ চলেছে মহাকালের পুষ্পক রথে।