মুখ নিচু করে দুঃখী মানুষের মতো বসে আছ তোমাকে দেখে মনে হচ্ছে
আর যেন একটুও বাঁচার ইচ্ছে নেই
যে যাই ভাবুক
আমি তো তোমাকে চিনি
সন্ধেবেলার আবছা আঁধারে এই যে
মুখ নিচু করে বসে আছ
যেন কত অপমান বিদ্রুপ-কথা শুনে শুনে
বিধ্বস্ত হয়েছ
যে যাই ভাবুক
একজনের নিষ্পন্ন মানুষের কাছে সত্যি সত্যি
বাঁচার ইচ্ছেও মাঝে মাঝে জেগে ওঠে
মাঝে মাঝে অনেক রঙের আড়ালে
এখনো কোনো রং প্রিয় মনে হয়
হালকা মৃত্যুর শীতলের মতো রং
তাকে জড়িয়েই এই বসে থাকা আবছা আঁধারে