রঙবদলের অভিবাসন

আমার সোনামুখী সুমঙ্গলা তোমাকে বলি
সূর্য তামাম রঙবদলের অভিবাসন, তুমি তাও হতে পার তো
গভীর আবাদি অনুরণন বাজনায় সুখী অমরতা
না কোন আবেশে নেতিয়ে স্থূলকায় কাশফুল

বাতাস অভিমানী অন্তরার রাগঢাক সরিয়ে
ভেতরে জাগিয়ে তোলে প্রমার আগুন
প্রেরণা নিংড়ে ছবিশোভন উড়ান জানলা
পালিত বংশ সন্ন্যাস কবেকার সুরঞ্জানা যেন

কত বছর এভাবে মরে থাকবে জীবাশ্ম প্রণত
কতদিন গড়িয়ে যাবে চাকার প্রাণ নিশান
ছায়াবৃত্ত থেকে সরিয়ে একবার সাজিয়ে নাও
গোলার্ধ হেসে উঠুক চোরা ঝরণার জলপ্রপাত…

 

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!