মুক্তির চিন্তায় প্রাণান্ত প্রয়াস
একদল বুভুক্ষুকে দলে নিয়ে কুম্ভীরাশ্রু ঝরে
শুধু সুযোগ করে দেওয়ার প্রতিজ্ঞায় মাঠে নামে
ওপর নীচ পার্থক্য ঘোচাতে আমরণ অনশন
রাস্তার সস্তা হোটেলে ডিনার
ফুটপাথ জুড়ে কল্পকাহিনীর মহড়া
প্রশ্রয়ের বিরুদ্ধে ওঠে তর্কের হলাহল
না মানার সংকল্পে দৃঢচেতা স্পার্টাকাস
পুলিশের বিরুদ্ধে অসহযোগী হলুদসন্দেহ
একটা নতুন পৃথিবী গড়ার সংকল্পে
এক্সকিউজ ঘোষণা