আজকাল
বিপদেরা চুপচাপ ওত পেতে থাকে,
নদীর প্রতিটি বাঁকে-বাঁকে।
সাবধান! সাবধান মাঝি
শ্বাপদের চেয়ে হিংস্র মানুষের কারসাজি।
আলো নেই,
চারিদিকে জমেছে আঁধার চাপচাপ
মানুষকে ভালবাসা ভুল নয়, পাপ।
প্রচেষ্টা
না-ই বা জানো সত্য তুমি
তবুও তুমি অজ্ঞ না
আমরা সবাই অল্প জানি
কেউ-ই বিশেষজ্ঞ না।
কিন্তু চলো চেষ্টা করি
জানতে হবে সত্যটাকে
সত্য জানার ইচ্ছেটুকুই
ঘুচিয়ে দেবে অজ্ঞতাকে।
শিরোনামহীন
উপভোগ্য শীত রাতে কথা এলে কমে
বিছানাটা ভরে নিও অনুভূতির ওমে।
নিভে তো যাবেই জেনে তবু জ্বলে ওঠা
ঝরে যাবে জেনে-বুঝে তবু ফুল ফোটা
ব্যথা পাবে, তবু দেখো ভালোবাসে মন
এরই নাম পথচলা, এটাই জীবন।
ঢেউ চাই, ঢেউ।
ঝড়-ঝাপটা, বিরুদ্ধ স্রোত
তবুও প্রদীপ জ্বালে কেউ!