#১
কোষা নৌকায়
ডুবন্ত পাটক্ষেতে
দুইটি ঘুঘু।
#২
যৈবতী বিল
জলে লাল শাপলা
চোখে শ্রাবণ।
৩#
কাক চেঁচায়
জলশুন্য পুকুর
রূপসী চৈত্র।
#৪
মাছের চোখে
সাজানো নীল জল
কালবৈশাখী।
#৫
আষাঢ়ে রাত
দোলনচাঁপা ঘরে
পূর্ণিমা চাঁদ।
#৬
ভাত অভাবে
বিক্রি হয় বকুল
অনন্ত হাটে।
#৭
আকন্দ ফুলে
পাখা মেলে ভ্রমরা
ভ্রমরী খোঁজে।
#৮
 নির্জন ভোরে
ধীরে হাঁটে শামুক
হেমন্ত বনে।
#৯
ডালিম ফুল
নিধুবনের প্রেমে
ফিরে এসেছে।
#১০
বসন্ত ফুল
গাঁথল জয়মালা
সব খুইয়ে।

                        
                        
                        
                        
                        
                        
															


