জীবনের দেয়ালা

পায়ে পায়ে জড়ানো শৃঙ্খল
তুমি দেখো
তুমি দেখো
রক্তচাপে, আঘাতে পড়ে থাকা
কামনার উদাল শরীরে
পৃথিবীর বিষম বৃষ্টি
জ্বলন্ত দাবানল

তুমি দেখো
আঙুলের মুগ্ধ ঢেউয়ে
দুঃসাহসী দৃষ্টি
অভিভূত চোখ, অশ্রু
পাহাড় ফাটিয়ে ঝর্ণা
এবং অবগাহন

হে ঈশ্বর
আমি দেখি
ব্রহ্মাণ্ডের বৃহৎ একক মন
সেখানে রহস্যের লাল জল…

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!