তোমাকে বলেছি তো ভালোবাসতে হলে কাছে আসা কিংবা দূরে যাওয়াটা জরুরি নয়,
ভালোবাসা আসলে টেলিপ্যাথি। মনে মনে হেঁটে গেলে ঠিক গন্তব্যে যাওয়া যায়।
তোমাকে বলেছি না ভালোবাসতে হলে চাঁদ দেখতে হবে তেমনটাও নয়,
অন্ধকারে ডুব দিয়েও আকাশ পাবে, পাবে এক ঝাঁক প্রেমিক প্রেমিকা নক্ষত্র,
অজান্তা গুহাঘর।
তোমাকে বলেছি তো অনুভূতি একটা নির্জন বৃষ্টির নাম
তোমার আঘাত আমাকে খাঁচার মতো ঘিরে আছে
তোমার দেওয়া দুঃখগুলো আমাকে বাঁচিয়ে রেখেছে
তুমি মনে করো প্রেম মানে নির্মাণ
জানো বৃষ্টি থেমে যাওয়ার পরে মুছে যাওয়া মেঘের গল্প বেয়ে
আমরা একদিন ধ্বংসাবশেষ হয়ে দাঁড়িয়ে থাকব কাছাকাছি।




