তৈমুর খানের কবিতা ‘পরিচয়’

সব পরিচয়ই আর কোনো পরিচয় নয়
এখন শুধু অন্ধকার, দিনও রাত্রির মতো

হাত দিয়ে ধরা যায় না,মন দিয়ে খোঁজা যায় না
আলো জ্বেলেও দেখা যায় না—

পরিচয় তবে কী? কী তবে পরিচয়?
শুধু ভ্রম আর কল্প-কাহিনির জগৎ
ইহকাল-পরকালের সংযোগ রক্ষা করা ধারণা
সম্পর্কের সুতো ধরে ধরে অন্ধকারেই গৃহনির্মাণ

পরিচয় খুঁজে খুঁজে আমাদের আয়়ু চলে যায়
আর আমরা শূন্য হতে থাকি,অন্ধকারের শূন্য
পরিচয় কোথাও থাকে না,
প্রত্যেকেই প্রত্যেকের কাছে
তবুও গোপন করে অপরিচয়….

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!