সজল শ্রাবণ শেষ পরিচয়
পোড়া মাটির বুকের ওপর
ফুল পাতা ডালে বিষাদ ভার।
হরিৎ ক্ষেতে টলমল ব্যথা
দোল ওঠে জলে, নীলাম্বর।
সময় ধারা বিচ্ছেদ লেখে
গহন মনের ময়ূখ মুকুরে
সঘন মেঘের স্বয়ম্বর।
জলরেখা টানে দু’চোখের পাতা
ঠিকানাহীন আবছায়া ব্যথা
ভাঙা ভাঙা রাত —শেষের কবিতা
মায়াময় দাহ আঁধার ছায়।
দিন ভেসে যায় সুদূরের দেশে
অস্তরবির গান যায় ভেসে
দূরত্ব বাড়ে আলো-আঁধারের
মরণ তো শুধু দেহান্তর।
গভীর গোধূলি মেঘের খেয়া
নিবিড় নির্জনে সন্ধ্যা মায়া
এখনও দাঁড়িয়ে দুঃসহ রাত
বইছে শ্রাবণ বাইশ বিষাদ
ভগ্ন ঘাটের ছায়ার পর
ফিরে এসো কবি আপন ঘর।
ছবি ঋণ: রেজাউল কবির বাদল