দাহ

আমার দুহাতে কলঙ্করেখার উচ্ছলতা
শরীর জুড়ে অপব্যয় আর ছন্নছাড়া ভয়
আমি রচনা করি কবিতা স্তব্ধ রাতে
শীতার্ত হয়ে আছে দুঃখ প্রহরী
অনেক দিন বসিনি সহজে মুখোমুখি
তোমার শ্যামল মুখে আজও সজীব সঞ্চার করি
লেখার পটভূমিকায় উড়েছে সমুদ্রের আন্তরিক হাওয়া
আমার মেরুদন্ড ঘিরে ওঠে ভ্রষ্ট উপদ্রব
নীলাভ তর্জনী ডুবে যায় অনিঃশেষ ভূমধ্যসাগরে
জ্বলে ওঠে শরীর বন্য অন্তরাল ভেঙে
আমার চোখের জলের কাছে হাঁটু মুড়ে বসি
অরুণা ধরনী, শরীর ভেঙে জেগে ওঠে ভবিতব্য দেশ
আমার এ মৃত্যু দাহের চেয়ে বড়
মশালে আগুন জ্বলেছে অনিঃশেষ।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!