তোমার মধ্যে অন্ধকার তোমার মধ্যে আলো
কতো মধ্যরাত সয়েছে তোমার তরবারি
রক্তময় ভীষণ হিংস্রতা
ভেতরে ভেতরে নষ্ট হয়ে গেছি মানুষের মতো
দেখেছি মৃত্যুর স্পষ্টতা
দেখেছি আমার প্রাণ নিয়ে খেলা
নিজ শর্তে আমি ও আজ পৃথক বিপ্লবী।
তোমার মধ্যে অন্ধকার তোমার মধ্যে আলো
কতো মধ্যরাত সয়েছে তোমার তরবারি
রক্তময় ভীষণ হিংস্রতা
ভেতরে ভেতরে নষ্ট হয়ে গেছি মানুষের মতো
দেখেছি মৃত্যুর স্পষ্টতা
দেখেছি আমার প্রাণ নিয়ে খেলা
নিজ শর্তে আমি ও আজ পৃথক বিপ্লবী।
কবি জয়িতা চট্টোপাধ্যায়, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং অন্নামালাই বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। দেশ বিদেশের বিভিন্ন পত্রিকায় তার লেখা কবিতা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।