তুমি মুখের সামনে তুলে ধরলে বিষের ভাঁড়
বললে ‘খেয়ে নাও’, তোমার চোখের সামনে
আমার পতন হল, ধমনীর ভেতর
মাথার ভেতর বিষ বিঁধে যাচ্ছে
আমার শব দেহ নিয়ে তুমি বানালে দূর্গের প্রাকার
নিজের শরীরের আগুন দিয়ে
দাউ দাউ করে জ্বলে গেল চুল
আমি না তুমি ধ্বংস হলে
চেতনাহীন এক হলাহল
বিষের ভাঁড় চুমুক দিতে দিতে
উঠলো বেজে নীরব কোলাহল।