সমস্ত যুদ্ধের শেষে

সব ঘোলাটে হয়ে যাচ্ছে
তোমাদের বাক্যবাণের ক্ষত আর দেখা যায় না
এখন এ ঘরে আর পাখি নেই
সব পাখি মরে গেছে

অন্ধকারে জাগাবার কেউ নেই এখন
মৃত প্রদীপের কাছে আলোর গুনগুন
স্মৃতির ধুলো হয়ে আছে
পাশ ফিরছি
এপাশে ওপাশে ধূসর নিশ্চুপ
শূন্যের ছবি আঁকছে সারারাত

অভিমান ফিরে আসেনি কোনওদিন
চোখের জল মুছে সেও এখন গার্হস্থ্য সৈনিক
পৃথিবীতে কোথাও তার গৃহ আছে
অবেলার রঙে হয়তো এখনো আলতা পরে
নির্বিবাদে হেঁটে যায় পৃথিবীর পথে

এক একটি দিন যায় এক একটি রাতের দিকে
সমস্ত যুদ্ধের শেষে আর কি সকাল আসবে আমাদের?
আগামীকাল অথবা আর একটি সকাল
বড় অনিশ্চিত মনে হয় পৃথিবীর কাছে…

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!