#১
শব্দের বিশ্বে
সাদাকালো শ্লোগান
ফাল্গুন দিনে।
#২
বাসন্তি খোঁজে
গাঁদা রঙা শাড়িতে
অ আ ক খ গ
#৩
৮ই ফাল্গুন
বিশ্বে আলো ছড়ায়
হাজার মুখ।
#৪
ভাষার আলো,
ফোটায় গাঁদা ফুল
সবুজ পত্রে।
#৫
হিমের দেশে
বর্ণমালা সেজেছে
লাল গোলাপে।
#৬
ভাষার মেলা
হৃদয়ে বাজে সুর
একুশ শব্দে।
#৭
বসন্ত রাজ্যে
ফুলহীন গাছেরা
শোকে কাতর।
#৮
মায়ের বুলি
দুখিনী বর্ণমালা
পলাশ ঝরে।
#৯
শিমুল রঙে
আলপনায় মোড়া
বায়ান্ন সাল।
#১০
শব্দের ঝর্ণা
লালচে রাজপথে
পাখির শোক।
#১১
ভাষা মেলায়
কপোত কপোতীর
বাকবাকুম।
#১২
শোকের দিনে
মুখরিত ফাল্গুন
রাঙা গোধূলি।
#১৩
ঘুমিয়ে আছে
বীর নয়নতারা
মায়ের কোলে।
#১৪
ভাষার স্বপ্নে
প্রেমের গালিচায়
শব্দের সৃষ্টি।
#১৫
মাতৃমন্দিরে
কৃষ্ণচূড়ার ডালে
আগুন ঝরে।
#১৬
বর্ণ লিখছে
আগুন ঝরা গল্প
বসন্ত রঙে।
#১৭
প্রভাত ফেরী
রক্তাক্ত বুকে বাজে
ভাষার গান।
#১৮
ডালিয়া ঝরে
বর্ণমালার শোকে
তুষার দেশে।
#১৯
কোকিল গায়
লালচে রাজপথে
বাংলা সুরে।
#২০
প্রতি ফাল্গুনে
দুঃখী বর্ণমালা
নীরবে কাঁদে।
#২১
টিয়ার কণ্ঠে
রাষ্ট্রভাষা বাংলা
চির সবুজ।