অঝোর

আমি তোমাকে নিয়ে যাব এক বুক জলে
পৃথিবীতে রয়ে যাবে দম্ভের ঘরের কাঠামো
ঝাপসা চোখে হাহাকার উঠছে
ফিরে আসে আমার কবিতায় মাটির প্রতিভা
আমার শরীর জুড়ে উদাসীন জল
ঘোর রাতে আমার স্মৃতিও হয়ে যায় তরল
আজ আমার ঘরবাড়ি ভিত হারা
তোমাকে সহস্র প্রনাম অঝোর বৃষ্টিধারা।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!