অন্তর মহল

আমার ভেতর ভরে ওঠে দুপুর
ছেয়ে যায় মাথার ওপর নিকষ কালো মেঘ
নিঃশব্দে চলে আমাদের নিঃশ্বাস
ছমছমে প্রান্তর, চলার পর চলাই অনিমেষ
ভেসে ওঠে সুখ দুঃখের অতীত দিন
ভয়ে ভয়ে সরে আসি তোমার আরও পাশাপাশি
এই দুঃখে ছিঁড়ে যায়
ছিন্ন ভিন্ন ব্যথাময় গ্রামান্তের দিক
চোখে চোখ রেখেও আজ আর কাউকে দেখতে পাই না
অনন্ত মৃত্যুর মতন নিঃশব্দ বিচ্ছেদ
মিলনের অপার বিস্তার জুড়ে আমি দাঁড়িয়ে থাকি
বৃষ্টির বিন্দু নীল হয়ে আসে,
শূণ্যে ছড়ানো দুহাতে আমার
তোমাকে আগলে জড়িয়ে রাখা
আগুনে দুটো মুখে জ্বলতে থাকা আমি
আমার ভেতর ভারাক্রান্ত তুমি
ব্যথার আতর মাখা।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!