অন্য এক অবকাশে

কোনও অবকাশ ছিল না যদিও
তবুও এক অবকাশে চলে যাচ্ছিলাম
জলোচ্ছ্বাস থেকে উঠে আসছিল
জলের সন্তানেরা

আবেগের তীব্র ধ্বনি
শিস দিতে দিতে
আবার নেমে যাচ্ছিল জলে

তেপান্তর পেরিয়ে চলে যাওয়া
কোনও রাজপুত্র হচ্ছিলাম মনে মনে
ঘোড়াটিও ছুটছিল দুরন্ত গতি

রাজকন্যার মুখ মনে ছিল
চোখে মুখে তীব্র আলোর ঝলকানি

কোন্ শক্তি জেগে উঠছে এমন?
সমস্ত সীমানা ভেদ করে
চলে যাচ্ছি, চলে যাচ্ছি দূরে…

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!