আমরাই যুদ্ধ জয়ী

সন্ধ্যার অন্ধকার নেমে এলেই
সদর রাস্তার নানান চিপাগলি
গলিতে ওঁৎ পেথে থাকে প্রশিক্ষিত
কিশোর হায়েনা, শিকারী কুকুর
দিনেদুপুরেও নির্জন হলে সুযোগে
আদিম বর্শা-বল্লম চাপাতি-হকিস্টিক হাতে
রাম কুকুরের মতো জিহবা সহ লালাঝরায়
শৈল্পিক মনুষ্যত্ববাদী কাউকে দেখলেই
গডফাদারদের ইশারায় হামলে পড়বে
কেড়ে নিবে প্রাণবায়ু সম্ভ্রম আরও যা আছে
বাদ যাবে না একটিও না নারী না শিশু বৃদ্ধ
এ যেন আধুনিক প্রযুক্তির জামানার
আইয়ামে জাহেলিয়াত, নোবেলের ইউনিসিয়াত!

পুকুর, জলাশয়, নদী কোনো না কোনো ঝোপঝাড়
অর্ধনির্মিত কোন পাকা দালান, পড়ে থাকা রেল
কোথাও বাকি নেই নারী শিশুর বিবস্ত্র লাশ
শুধু লাশ আর লাশ!

হে শাশ্বত বীর বাঙালি জাগো! জাগো!!
আবারও একাত্তরের মত জোট বাঁধো
রুখো দাঁড়াও লগি-বইঠা হাতে। নামো পথে।
হে দেশমাতা তাদের শক্তি দাও, দাও অমিত সাহস
নবপ্রাণে জাগো রাজপথ অফিস আদালত অবরুদ্ধ করো,
বলো, দূর হও! হট যাও পাকিবীর্যের দালাল
নিপাত যাক মার্কিনী দালাল— শিক্ষিত বাটপার।
আমার আদরের সন্তান সন্ততি বুকের ধন প্রাণের কলিজা
তোমাদের ছেড়ে দিলাম হায়েনার কবল থেকে
দেশমাতাকে বাঁচাও
মনে রেখো তোমাদের পিতামহও আমাদেরকে এভাবেই
একাত্তরে যুদ্ধে পাঠিয়ে ছিল
আমরা যুদ্ধজয়ী, আমরা দিয়েছি বাবার হাতে
নতুন সূর্যোদয়ের নবীন বাংলাদেশ।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!