এতো কালো মেখেছো দুহাতে?
কতো কাল ধরে?
তোমাকে ভেবেছি তোমার মতন করে
রাত্তির দাঁড়ায় আজ খাদের পাশে
আজও নদীর তীরে দাঁড়ালে চিতাকাঠ ডাকে।
এতো কালো মেখেছো দুহাতে?
কতো কাল ধরে?
তোমাকে ভেবেছি তোমার মতন করে
রাত্তির দাঁড়ায় আজ খাদের পাশে
আজও নদীর তীরে দাঁড়ালে চিতাকাঠ ডাকে।
কবি জয়িতা চট্টোপাধ্যায়, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং অন্নামালাই বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। দেশ বিদেশের বিভিন্ন পত্রিকায় তার লেখা কবিতা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।