ইশারা

ভাষাহীন এই পেলবতা
আরো মর্মে অভিমান
আঁধারে জলধি পাশে
জ্বলতে সক্ষম মন;
সমুদ্র পেরিয়ে এসে
ত্রস্তে দূরগামী, যেন কোনো
জাহাজের পটভূমিতে নকশা আঁকা হয়
লুপ্ত গীতি কথা মিথ্যা ইশারায়,
ক্রমশ জলের মিথস্ক্রিয়া
দূরে সরে যায় চেনা স্রোত
ডকইয়ার্ডে দাঁড়িয়ে থাকা কেউ
ভিজে যায় মৃদু তাপে বালুকাবেলায়;
আরেকটু কাছে ডাকলেই একেবারে সামনে, সামনে এসে যায় তটরেখা
তবু অহেতুক চিলগুলো উড়ে উড়ে
হয় শুধু দিশেহারা…
Facebook
Twitter
LinkedIn
error: বিষয়বস্তু সুরক্ষিত !!