ঋতু ফেরে

মেঘ ছুঁয়ে গড়িয়ে পড়ে আলো
সন্ধ্যা পাখির ভিজিয়ে দেয় ডানা,
সারিবদ্ধ রঙের বিভাব মায়া
চলকে ওঠে আঁধার শামিয়ানা।

বিনির্মাণে ভিতর জুড়ে দহন
চিত্রাঙ্গদা ছোটায় রূপের ঘোড়া,
কুয়াশা কুহক নিবিড় আবছায়া
বসত মাটি ঋতুর বোঝাপড়া।

অন্দরমহলে আজকে ভরা ডুবি
জানালা গ্রিলে বিষাদ আবহমান,
কাজল চোখে মায়া মেঘের ভার
নারী পুরুষ দ্বৈত প্রবহমান।

ঋতুযানে ফেরে ঋতু একা
নীল গ্রহে অপূর্ণ অশ্রু বাঁধন,
ঢেউয়ে ঢেউয়ে জড়িয়েছে ‘দোসর’
মধ্যযামে নির্ঘুম স্মৃতির শহর।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!