কথা রেখেছি গোধূলি সন্ধা, যে বসন্তে দুজন হলুদ হয়ে ওঠার কথা
হয়েছিল। আমি প্রতিক্ষা সাজিয়েছি কুঞ্জকুসুম, সাত সুতোর সুখ ।
প্রতিদিন যত্ন করে মাটি রেখেছি মুঠো করে। উড়িয়েছি দৃষ্টিমেঘ।
প্রতিদিন বাতাসকে শুনিয়েছি লাজ রাঙা প্রজাপতির আলোকথা
দীর্ঘশ্বাসকে হৃদয়ের সিন্দুকে অযত্নের সাথে জমতে দিয়েছি
কথা রেখেছি তোমার অনিদ্রিত রাতের অন্ধকার হতে।
কথা রেখেছি আমার অকাল স্বপ্ন ভাঙার খেলায় একান্ত জেদি হতে।
আমরা হাত ধরে গন্তব্য পৌঁছতে পারিনি প্রেমিক যুগলের মতো।
কথা রেখেছি একটি জন্মকাল পার করে দেওয়ার শুধু
একটানা সংলাপ বলতে পারিনি আমরা কাছাকাছি থেকে: ‘পাগলি তোর জন্য’




