মাটির গান গাইতে গাইতে নোনাজলে ভেসে বেড়ায় মদন, ছমির মিঞারা। প্রকৃতি কাড়ে তাদের সুখ- স্বপ্ন- আশা- ভরসা। নোনাস্রোতে ভাঙনের সাক্ষী হয় রোজ রোজ। রাত নামলে ছমিরের চোখে ভাসে মেয়ে গোলাপির মুখ। শোনে বিবির অসহায় কান্না।কালক্রমে বাঁজা হারামনি শোনে নারী জীবনের কাঙ্খিত মা ডাক। নোনা জল শোনায় নিখোঁজ হওয়া মানুষের গল্প। আখ্যান জড়িয়ে বাঁচে বিপন্ন লোকসংস্কৃতি, অলৌকিক বিশ্বাস, গ্রাম্য নরনারীর প্রেম, অকাল শোক । ‘নোনা মাটির নোলক’ বস্তুত সমাজ, লোকসংস্কার ও রাজনৈতিক পালাবদলের প্রেক্ষিতে গ্রামীণ বিভাজনের দৃশ্যলিখন, ভাঙনের গান।
দ্বিতীয় পর্ব
আশ্বিনির হই ঝড় ওটেচে শো শো আবাজ তুলে
ঝড় তুপানে মাঝির নৌকো ওটে দুলে দুলে
গাচগুনোর গা পেইকে দিচ্চে জোরসে উদোম হাওয়া
দোমকা হাওয়ায় মাজেমদ্দি মরোণ টানে বওয়া।
নদীর চরে বাতাস বাদে দেয় পকিতি শাঁপ
মেটে বাড়ি দোরমার বাড়ির বুকি নাগে কাঁপ
বোর্ষা হলি নদীর সোতে ফেলতি নে যায় জাল
বুকির ভোতর ধুকুরপুকর সোন্দে কি সোকাল!
খবোর হলো জল হোবা যে সামনের শুক্কুরবারে
নদীতেনে নামতি বারণ বিপদ হোতি পারে
মদ্দোটারে যায় না আকা ঘরের মদ্দি ধোরে
অর্তারাজোগে বেইরেচে সে মাচ ধোরবার তরে।
নদীর পাড়ে ঢেউয়ের কাঁপন জোরে বাতাস বাদে
মাঝির হাতে নৌকার হালটা ডুকরে ওটে কেঁদে
ঘুম জোড়ানো চোকির তারায় আতের আঁদার ঝরে
ডাকতিচি মার কেঁদে কেটে অক্কে করিস ওরে।
দ্বীপির মতো এট্টা ঢিবি চোতুরদিকি জল
নদী ভাঙে সব্বো শরীর কারে কই আর বল!
পুরুষ মানুষ বুজবে কি আর চোকি দুখ্যু ফোটে
অন্দোকারে বসে আচি ককোন সূজ্জু ওটে।
কড়কড় করে বাজ পড়তেচে দাবায়তেনে জল
দড়ি ছিঁড়ে পালায় ঝ্যেতো বাঁদা গোরুর দল
নোতাপাতায় আশাপ কুশাপ নাগে ভেষণ ভয়
ছেঁদা হয়ে গেচে আগাশ জলে জল ময়।
কতো বাড়ি ভেঙে গেচে আচে কি তার কুড়
ঝুঁইজে নাবে নোনা জলে পাড় ভাঙা ওদ্দুর
চোতুরদিকি বেপদ আপদ সাপের মতো ছোটে
জেবন এ্যাকোন হাতের তেলোয় আবাজের অই চোটে।
আগের বচোর ঝড় তুপানে ভাঙলো সুকির বাড়ি
ধানের গাদা উইড়ে ফেলে তুলোর নাহান ভারি
ওদে জলে কষ্টো করে একে ছ্যেলো ধোরে
কোতা থেকে আপদ ঢুকে দ্যেলো সাবাড় করে।
নোকের মাতায় বোজা বিড়ে বোস্তায় বাঁদা কাঁতা
নিচি কি তুই ওরে ঠাগমা ইস্কুলির বই খাতা?
ও আবাগে চেইলে চলদেন ও সপ কোতা য়েকে
নাইটারে ধরদেকি নি ওই কোতা না বোকে।
এতো নোকে যাচ্চে কোতায় খাবে বলেদেন কি?
দেঁইড়ে থাকলি একেনে তুই যেতি পারবি নি!
ইস্কুল ঘরে থাকতি হোবা এ্যাকোন কটা দিন
অমুঙগুলে আগাশ ঝেনো বাড়তেচে দিন দিন।
কুমড়ো ফুলির মতো আশা ঢেউয়ির তালে তালে
এদিক সেদিক ঘুরে ব্যেড়ায় বাদে ব্যেতার জালে
সারা বচোর খেটে খুটে দেকে সুকির মুক
পোড়া চোকি আঁদার জমে দুক্কু ভোরা বুক।
মিনধোরা আর কাঙড়া ধোরা আয়মঙ্গোলের গায়
হালুম হলুম বাগের ডাকে বাঁচা ভেষম দায়
কান্নার সোতা চোকির পাড়ে ছুটি নদীর দিকি
নদীর জলে হারায় জেবন পাতোর ভাঙা বুকি।
চলবে…




