চুম্বন

কত লক্ষ চুম্বন পথে চলে যাচ্ছে হামা দিয়ে
কত নষ্ট চুম্বন মিলেছে শহরের মুক্ত নাভিতটে তাকিয়ে
মানুষের মাঝখানে দাঁড়িয়ে থাকে অসময়ের ত্রস্ত চুম্বন
কত মুখ মুখোশকে ছাপিয়ে শুষ্ক চুম্বন
কত ধ্বংসের ভেতর দাঁড়িয়ে থাকে উত্থান
কার খোলা বুক আঁচড়ে আঁচড়ে ক্ষত হল লেখেনি অভিধান
ধ্বনির গহ্বরে দাঁড়িয়ে থাকে প্রখর চুম্বন
শরীর তবু একলা ফেরে ঘরে
বিক্ষত বুক তুখর চুম্বন।

Facebook
Twitter
LinkedIn
error: বিষয়বস্তু সুরক্ষিত !!