দু-একটি ছদ্মবেশী মেঘ
কখনো কখনো ভেসে আসে মাথার ওপর
তারা বৃষ্টি আনে না, শুধুই বজ্র আনে;
এ মাঠে আমি একা, খুঁজতে থাকি কাকে?
দেখা হয় না কারও সাথেই, সূর্য ঢাকে মেঘে।
আঁধারের আবছা রাক্ষস নামে পথে
আদিম অস্ত্রের মতো আতঙ্ক নাচে;
পিছিয়ে আসি, আবার এগিয়ে যাই
যেতে যেতে থামি;
আমার সহিষ্ণু ইচ্ছাগুলি নষ্ট হয়।
সুড়ঙ্গের কোনও ব্যাকরণ নেই,
অন্ধকারের কোনও ভাষাও থাকে না
নীরবতা এসে আমাকে বোঝায়—
তবু কি বুঝি না আমি?
বিশ্বাস হারিয়ে গেলে শুধু তাকে খুঁজে ফিরি।
এই অন্ধকারের মুখ মানুষের মতো
এই অন্ধকারের হাত মানুষের হাত
বিজ্ঞাপনেও বেশ উজ্জ্বল চকচকে;
আমার আকাশে তাদের কণ্ঠস্বর
নম্র মেদুর মেঘ হয়ে ছবি আঁকে…
ছবিগুলি সব শিকারি পাখির মতো
আমাকেই তাড়া করে!