১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর ও শোকাবহ দিন। ১৯৭৫ সালের এ দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্র নির্মমভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। স্বাধীনতার স্থপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতি প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করে আসছে।
সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ অভিযোগ করেছে, ২০২৪ সালের ৫ আগস্ট গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করার পর বর্তমান শাসকগোষ্ঠী ধারাবাহিকভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, সাংস্কৃতিক দমন, মানবাধিকার লঙ্ঘন, গণতান্ত্রিক অধিকার হরণ ও গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করছে।
পরিষদের বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশ ও সাংস্কৃতিক কর্মসূচিতে বাধা, সাংবাদিক নির্যাতন, গুম-খুন, রাজনৈতিক বন্দিত্ব, সংখ্যালঘুদের ওপর সহিংসতা, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি বেড়ে গেছে। বিশেষ করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হয়েছে, যা জাতির ইতিহাস ও সংস্কৃতির ওপর সরাসরি আঘাত।
দাবি ও আহ্বান:
১. অবিলম্বে দমন-পীড়ন বন্ধ ও রাজনৈতিক বন্দীদের মুক্তি।
২. গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ।
৩. ১৫ আগস্টসহ সকল সাংস্কৃতিক ও গণতান্ত্রিক অনুষ্ঠানে বাধা অপসারণ।
৪. মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদার।
৫. সাংস্কৃতিক ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার।
পরিষদ সকল দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে।
বিবৃতিদাতারা:
বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, শিল্পী ও চিত্রকর
বীর মুক্তিযোদ্ধা আক্তার জামান, জুরি জাজ, জেলা আদালত, উপসালা, সুইডেন
অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ড. শ্যামল কুমার দাশ, অধ্যাপক, হোমল্যান্ড সিকিউরিটি ও সমাজবিজ্ঞান বিভাগ, এলিজাবেথ সিটি ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
মোঃ সাদিক হাসান, উপদেষ্টা, হউকেল্যান্ড ইউনিভার্সিটি হাসপাতাল, নরওয়ে
ইশতিয়াক জামিল, প্রফেসর, বার্গেন বিশ্ববিদ্যালয়, নরওয়ে
আমিনুর রহমান, গবেষক, হউকেল্যান্ড ইউনিভার্সিটি হাসপাতাল, নরওয়ে
সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কবি ও কথা সাহিত্যিক
পুষ্পিতা গুপ্ত, সভাপতি, সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে
ড. রায়হান রশিদ, ট্রাস্টি, আইসিএসএফ
শেলিনা আফরোজ জামান, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, উপসালা সিটি কাউন্সিল, সুইডেন
শেখ হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ড. এস. এম. মাসুম বিল্লাহ, অধ্যাপক ও গবেষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
মিল্টন হাসনাত, কবি ও চিকিৎসক, অস্ট্রেলিয়া
ফজলুল বারি, অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব
অরুনা বিশ্বাস, অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক
জাকিরুল হক টিটন, সম্পাদক ও প্রকাশক, খবরওয়ালা (বাংলা ও ইংরেজি)
মোঃ মনিরুজ্জামান, সংগঠক ও চিত্রশিল্পী
বাণী ইয়াসমিন, সম্পাদক, বিবার্তা
খন্দকার ইসমাইল, গণমাধ্যম ব্যক্তিত্ব
খোর্শেদুল আলম খোশরু, চলচ্চিত্র প্রযোজক
অনামিকা প্রিয়ভাসিনি, মানবাধিকার কর্মী
মুশফিক গুলজার, চলচ্চিত্র নির্মাতা
শাহ আলম কিরণ, চলচ্চিত্র নির্মাতা
ড. মাসুদ পথিক, কবি ও চলচ্চিত্র নির্মাতা
সায়মন সাদিক, চিত্রনায়ক
তৌফিক মারুফ, সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক
আল আমীন বাবু, সংগঠক ও সঙ্গীত শিল্পী
নাহার মমতাজ, সভাপতি, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু ফাউণ্ডেশন, সুইডেন
ভায়োলেট হালদার, সম্পাদক ও প্রকাশক, সময়ের শব্দ
মুরাদ খান, ম্যানেজিং ডিরেক্টর, র্যাপিড সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড, নেদারল্যান্ডস
শায়লা আহমেদ লোপা, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মী
ফেরদৌসী হাসান, সমাজকর্মী
দীপান্বিতা রায় মার্টিন, সঞ্চালক ও গণমাধ্যমকর্মী
তুহিন দাস, কবি, আমেরিকা
সাইফ সামস, ইঞ্জিনিয়ার, নরওয়ে
মাহবুবুল হক, গণমাধ্যমকর্মী
অনির্বাণ ভট্টাচার্য্য, নাট্যকর্মী, চাকুরিজীবী
কুতুব হিলালী, কবি ও সাহিত্যকর্মী, সম্পাদক, বাংলালিপি
এলবার্ট খান, নির্মাতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট, সদস্য “বঙ্গবন্ধু কালচারাল & রিসার্চ ফাউন্ডেশন” (ভারত-বাংলাদেশ)
প্রিয়াঙ্কা এলফফ্রস্ট, সিকিউরিটি ইঞ্জিনিয়ার
জামশেদ শামীম, অভিনেতা
জুটন চন্দ্র দাস, নির্মাতা
তমাল মাহবুব, অভিনেতা ও পরিচালক
আদিবা জাহান, সমাজকর্মী, ঢাকা, বাংলাদেশ
মনিকা রউনক বাবলী, সঙ্গীত শিল্পী
সাদিকা ইয়াসমিন রচনা, সঞ্চালক, প্রোগ্রাম প্রযোজক ও অ্যাক্টিভিস্ট
তূর্য কাজী, ফ্রিল্যান্স শিল্পী
অর্জুন মান্না, সম্পাদক, nenews.news
জাসমিন চৌধুরী, সোশ্যাল জাস্টিস ক্যাম্পেইনার
রানা মেহের, সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক
পক্ষেঃ
রোকেয়া প্রাচী, আহবায়ক, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ
এফ এম শাহীন, সদস্য সচিব, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ