আমাদের ভোর চোখে ভীড়,
জীবন আর জীবিকার তাগিদে
পাখির মতো ঘর ছাড়া… খড়কুটো টানে
চোখ বুজে আছে শৈশব সূর্য জাগারও আগে, দেখা হয়
কথা হয় না অনেক দিন
বিরতিতে ভাঙে সংসার। ভালোবাসা, গালিগালাজ…
বাড়ে ঋণ। রোদ পড়ে খাঁ খাঁ মাটি, কালি-ঝুলি প্রেম
দিন বেচে শ্রমজলে রাত জ্বলে নির্ঘুম অন্ধকারে
ফিরে গেছে ট্রেন মধ্যরাতের গল্প শোনাতে শোনাতে…