নরওয়ের বার্গেন শহরে স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে অমর একুশে স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই প্রথমবার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বার্গেনে বসবাসরত বাংলাদেশীরা।

দুইদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিন ২১ ফেব্রুয়ারির এই বিশেষ দিবসে বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৫টায় স্থানীয়ভাবে বসবাসরত বাংলাদেশীরা; শহরে মিউজিক প্যাভিলিয়নে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে এক মিনিট নীরবতা পালন এবং পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এছাড়াও দলগতভাবে অমর একুশের গানসহ দেশের গান সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে, অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫ উপলক্ষে বিকাল ৪ টায় ‘ওসানা কালচারাল সেন্টার’এ স্থানীয় বাংলাদেশী, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীগণ, প্রবাসী ব্যক্তিবর্গ, ও বন্ধু প্রতীম নরওয়েজিয়ান নাগরিকদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। একুশের গান, নাচ, আবৃত্তি সহ দেশের গান পরিবেশন করেন স্থানীয়রা।

উক্ত অনুষ্ঠাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাদিক হাসান, মোহাম্মদ আমিনুর রহমান দিপু, শাহিনুল ইসলাম, শাহনাজ সুলতানা বীনু, দেবাশীষ ঘোষ, নাঈম হোসাইন, আতিকুর রহমান, তাহমিনা তানজিম হাসান, ফিরোজা বেগম পান্না, স্মৃতি রায় এবং সহযোগিতায় ছিলেন বার্গেন শহরে বসবাসরত বাংলাদেশীরা।#



