পথ শেষ হলে

কোলাহল ভেসে যাচ্ছে বিষন্ন হাওয়ায়
নিজের মধ্যে নিজেই দাঁড়িয়ে দেখছি কিছুক্ষণ
অনেক দূরের দেশে চেলি শাড়ি, লাল ফিতের ফুল

নদীর বুকে গাংচিলের খিদে
পথ বেঁকেছে ঢেউয়ের পরে ঢেউ

প্রিয় ঘর ঘুম ছাড়া
প্রিয় ঝগড়া জরিপ করা কান্না
প্রিয় হাটবার তেল নুন
প্রিয় ঝরা পাতা, অভিমানী উঠোন

দূরত্ব সুতো খুলে একটু একটু হাঁটা
পথ শেষ হলে আমিও ছায়ার ভিতরে
একটানা বাঁশির মতো বাজাই নির্জন।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!