প্রতীক্ষা

এক ফোঁটা মৃত্যুর জন্য আমি নক্সা আঁকা পৃথিবীর ওপর
প্রতীক্ষা করছি
ঝুলন্ত মেঘের রঙে ভাসছিল আকাশের দুরন্ত সৌন্দর্য
মাটির কাছাকাছি কেউ সাজাচ্ছে পালক,
কেউ ভরছে লক্ষ্মীর ভাঁড়ার,
কেউ বোধের টানে ঘর ছাড়া একতারা হাতে
মেঠো পথের সঙ্গী,
মাধুকরী সহযাত্রী কিংবা ভাটিয়ালি সুর নদীর স্রোত পায়ে পায়ে
ঘুড়ি সহস্র ঘুম বয়ে বেড়াচ্ছে মহেঞ্জোদাড়ো বাতাসে
নীল বাতির আগুন আমার অতনান্ত চোখে
অতীন্দ্রিলা, তুমিও চাঁদের আলোয় স্নান সেরে ফেরো
জল কারুকার্যে একটা ধূসর স্মৃতির মোহনায়…
ক্ষমা করো প্রতীক্ষা ফুরিয়ে এলে…

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!