তোমাকে মনে মনে উপাসনা করি
জানি এই স্মৃতিতে তুমিই স্মরণযোগ্য
বহু বেদনায় তোমাকে খুঁজি
তোমাকে খুঁজি অসময়ে
তোমার প্রতিভা এ শতাব্দীর প্রাধান্য
এ শহরে আজও তুমি প্রবাদতুল্য
তুমি আজ ও আমার কাছে গাঢ় স্মরণীয়
এই শহরের বিরুদ্ধ পথে আমি একাকী প্রবাসীর মতন
গোলাপের গায়ে গাঢ় প্রেরণার মতন তুমি
তোমার প্রাচীন ভাসায় ঋতুরা বড় উৎসাহী
বহু বেদনায় বিস্তৃত পথ পাড়ি দিয়ে এসেছি তোমার কাছে
দীর্ঘ জীবন আমার দৃঢ় অবসান
স্মৃতির বন্দনায় তুমি শুধু তুমি।