বাংলাদেশ কাঁদে

বহুযুগ ধরে বহু চেষ্টার পরে মহিষাসুরের দল
তোমার সাজানো বাংলাউদ্যান করে দিল তছনছ।
লতায়-পাতায় জড়ানো আত্মীয়-পরিজন
ছলে-বলে কলে-কৌশলে লোভে লাভে হাত করে,
নানান ছলছুতোয় উছিলায়-
দেশকে ভাসালো অরাজক বন্যায়।

তারা ব্রাত্য বাংলাকে বানাল আর্যের কুরুক্ষেত্র।
বাংলা হলো খাণ্ডবদাহন।
পিতা! তোমার সবুজ বাংলাদেশ আজ বিরানভূমি,
বড়ো অভিমান নিয়ে বুবু তুমিও চলে গেলে!

আমার বিক্ষুদ্ধ মন অশান্তির প্লাবনে ভাসে।
দেখে, মেঘদূতের আনাগোনা;
মেঘবার্তা দিলাম বুবু তোমার কাছে
ফিরে এসো, হাল ধরো, বাংলাদেশ কাঁদে।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!