পাতার শেষ বিন্দুতে তোমার ছায়া
পাথরে আমার হৃদয় সবুজ আলোর মতো জ্বলে
আমাদের বিদায়ী মুহূর্তেরা রোহিনী হয়ে যায়
নৌকারা জেগে থাকে তবু রাত পেরিয়ে যাবারও পরে
অন্ধকার আমাদের বিচ্ছেদর ডাক নাম
না পাওয়ার অভিমান কারও কাছে প্রেম
জোৎস্নাও একা কাঁদে কেউ ফিরে গেলে
জেনো সমাপ্তিরেখা বলে কিছু নেই
আকাশেরও থাকে ছেড়ে যাওয়ার দৃষ্টি
কারও গল্পে সূচনার শুরু হয় উপসংহারের শেষে
শেষ বিন্দুতে যতো আলো হে প্রেম, হে বাসন্তিকা